ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

১৭ বিশিষ্টজনকে একুশে পদক প্রদান

সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ , ১১:০০ এএম


loading/img

বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক ২০১৭ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকার ওসমানী মিলনায়তনে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে পদক তুলে দেন।

বিজ্ঞাপন

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ গুণীদের এবার একুশে পদকে ভূষিত করা হয়। তারা হলেন— ভাষা আন্দোলনে অবদান রাখায় অধ্যাপক শরিফা খাতুন, সঙ্গীতে সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম, রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম, চলচ্চিত্রে তানভীর মোকাম্মেল, ভাস্কর্যে সৈয়দ আব্দুল্লাহ খালিদ, নাটকে সারা যাকের, সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক মাহমুদ হাসান, ভাষা ও সাহিত্যে (মরণোত্তর) কবি ওমর আলী ও সুকুমার বড়ুয়া, নৃত্যে শামীম আরা নীপা ।

পদকপ্রাপ্ত প্রত্যেকে একটি সোনার মেডেল, সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার দেয়া হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর বিশিষ্ট নাগরিকদের একুশে পদকে ভূষিত করা হয়।

বিজ্ঞাপন

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |