বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহ্ হাদীউজ্জামান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
রোববার রাত ১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর যশোরের নওয়াপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শাহ্ হাদীউজ্জামান প্রাদেশিক পরিষদ ও বাংলাদেশ জাতীয় সংসদে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। গেলো বছরের ২৮ ডিসেম্বরের জেলা পরিষদের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
গেলো ২৫ জানুয়ারি জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নেন হাদিউজ্জামান। অভিশেকের ৫ দিন পর ৩০ জানুয়ারি নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পরে ডাক্তারের পরামর্শে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফসাপোর্ট খুলে ফেলার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এইচটি/এসএস