ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ থেকে রেমডেসিভির কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৩ জুন ২০২০ , ০৩:০১ পিএম


loading/img
এনডিটিভি থেকে নেয়া

ভারতের মহারাষ্ট্র সরকার জানিয়েছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডেসিভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। এজন্য বাংলাদেশ থেকে এই ওষুধ আমদানি করা হবে বলে জানিয়েছে উদ্ধব ঠাকরের সরকার।

বিজ্ঞাপন

পরীক্ষামূলক চিকিৎসায় আশা জাগিয়েছে রেমডেসিভির। এই ওষুধটি উৎপাদন করে যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্স। ভারতেও প্রতিষ্ঠানটির লাইনেন্সধারী একাধিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি রয়েছে। কিন্তু এসব কোম্পানি এই ওষুধ তৈরির ছাড়পত্র না পাওয়ায় এখনও দেশটিতে রেমডেসিভির উৎপাদন ও বিপণন করছে না।

ভারতে দিনকে দিন ভয়াবহ হয়ে ওঠা করোনাভাইরাস সবচেয়ে বেশ ঝেঁকে বসেছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে গেছে। মারাও গেছে ৩ হাজার ৭১৭ জন। এমন পরিস্থিতিতে দিশেহারা মহারাষ্ট্র সরকার। করোনা রোগীদের চিকিৎসায় ভারতে রেমডেসিভিরের অনুমোদন দেওয়া হলেও এখনও আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয়নি। তাই উপায় না দেখে বাংলাদেশ থেকে ওষুধ কেনার পরিকল্পনা করেছে মহারাষ্ট্র সরকার।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের কোনও ওষুধ কোম্পানিকে এখনও রেমডেসিভির উৎপাদনের লাইসেন্স দেয়নি গিলিয়াড সায়েন্স। তবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশসংক্রান্ত বাণিজ্য নীতি অনুযায়ী, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো লাইসেন্স ছাড়াই বৈধভাবে ওষুধটি উৎপাদন করতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের দুটি ওষুধ কোম্পানি রেমডেসিভির উৎপাদন করছে। তবে কোন কোম্পানির কাছ থেকে ভারত এই ওষুধ কিনবে তা জানা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |