ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৪ জুন ২০২০ , ০৬:৩৯ পিএম


loading/img
ফাইল ছবি

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় বাগদাদের উত্তরে তাজি ঘাঁটিতে দুটি রকেট আঘাত হানে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও ওই রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, তাজি ঘাঁটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান রকেট দুটি তার বাইরে পড়েছে। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকে অবস্থিত বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত ৩০ বার রকেট হামলা হয়েছে। এসব হামলার কারণে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। তবে মার্চ মাসে এই তাজি ঘাঁটিতেই সবচেয়ে বড় রকেট হামলার ঘটনা ঘটে। সেসময় আমেরিকার দুই সেনা ও ব্রিটেনের এক সেনা নিহত হয়।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |