চীনা পণ্য বর্জনের দাবিতে পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভ
লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চীনা সেনাবাহিনীর তুমুল সংঘর্ষের প্রতিবাদে বুধবার মোমবাতি মিছিল বের করে পশ্চিমবঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গের এমপি ও বিজেপির সিনিয়র নেতা লকেট চ্যাটার্জি এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। খবর ডেকান হেরাল্ডের।
ওই মিছিলে চীনা সেনাদের হাতে ভারতীয় সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানো হয়। এসময় বিক্ষোভকারী চীনা পণ্য বর্জনেরও আহ্বান জানায়।
লকেট চ্যাটার্জি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমাদের পুরো বিশ্বাস রয়েছে। গত বছর পুলাওয়ামায় হামলার পর পাকিস্তানকে কীভাবে সমুচিত জবাব দেয়া হয়েছে তা আমরা দেখেছি।
বিক্ষোভে নেমে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে বিজেপির নেতাকর্মীরা। এসময় তাদের হাতে চীনের তৈরি পণ্য বর্জনের ডাক সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এক টুইট বার্তায় বলেছেন, সামজ্র্যবাদী চীনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন হারানো সাহাসী সেনাসদস্যদের জন্য দেশের প্রতিটি নাগরিক গর্বিত। আমরা সারাজীবন তাদের আত্মত্যাগ মনে রাখবো। তাদের আত্মার সদগতির জন্য প্রার্থনা করছি।
উল্লেখ্য, সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়। এসময় চীনের ৪৩ জন সেনাসদস্য গুরুতর আহত বা নিহত হয়েছে বলেও ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়। তবে চীন এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি।
এ
মন্তব্য করুন