• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভারতীয় সেনাবাহিনীর গোলায় ৪ পাকিস্তানি নাগরিক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট্

  ১৮ জুন ২০২০, ২০:০৪
4 Pakistani nationals killed in Indian army shelling
ফাইল ছবি

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে পাকিস্তানি চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিকে উদ্ধৃত করে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণ রেখার নিখিয়াল ও বাগসার এলাকার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব গোলা ছোড়া হয়। এর ফলে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তের যে এলাকায় হামলা চালানো হয়েছে তা আবাসিক এলাকা। সেখানে বেসামরিক লোকজনের বসবাস। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন। এছাড়া আরও কয়েক জন আহত হয়েছেন।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলির জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।

এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দেশের জনগণের জন্য কল্যাণকর সম্পর্ক চায় ভারত: রণধীর
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতের হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব