• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

কাশ্মীরে ২৫ হাজার ভারতীয়কে নাগরিকত্ব দিলো বিজেপি সরকার

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১৭:২৬
The BJP government granted citizenship to 25,000 Indians in Kashmir
ফাইল ছবি

ভারতের কেন্দ্র শাসিত কাশ্মীরে স্থায়ী বসবাস করতে ২৫ হাজার অ-কাশ্মীরি ভারতীয়কে নাগরিকত্ব সনদ দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে বিজেপি সরকার কাশ্মীরে জনসংখ্যার বিন্যাস পরিবর্তনের যে চেষ্টা করছে তার প্রক্রিয়া শুরু করলো বলে অভিযোগ করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো।

নতুন নাগরিকত্ব সনদ পাওয়া এ সকল মানুষ এখন থেকে সেখানে স্থায়ী বসতি গড়তে ও সরকারি চাকরির সুযোগ সুবিধা পাবেন।

আল জাজিরার খবরে বলা হয় ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে বলছে, সরকারের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি।

তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই আইনকে হাতিয়ার করে দেশের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের জনসংখ্যার বিন্যাস বদলানোর গভীর ষড়যন্ত্রে মেতেছে বিজেপি সরকার।

গত বছরের ৫ আগস্ট দেশটির সংবিধানের ৩৫এ ধারা বাতিল করে কাশ্মীরের রাজ্য ও স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। বাতিল করা হয় কাশ্মীরের নাগরিকত্ব সুরক্ষা আইনও। এর আগে জম্মু-কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল। সেই সংবিধান অনুযায়ী, বাইরের রাজ্যের কেউ ভূস্বর্গের স্থায়ী নাগরিক হতে পারতেন না। জমি, স্থাবর সম্পত্তির মালিকও হতে পারতেন না।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৩৭০ অনুচ্ছেদ ফেরানোর প্রস্তাবে ধস্তাধস্তি
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, চিকিৎসকসহ নিহত ৭
জম্মু-কাশ্মীরে নির্বাচনে বিজেপি ব্যর্থ, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের, পাল্টা জবাব দিল্লির