• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ইরান

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১৮:১৯
Iran issues arrest warrant against Trump
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরান। এ জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে তেহরান।

আজ সোমবার (২৯ জুন) আল জাজিরার খবরে বলা হয় ইরাকের রাজধানী বাগদাদে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি সহ অন্যদের হত্যার জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ জন্য দেশটির পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে ইন্টারপোলকে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে।

ইরানের প্রসিকিউটর আলি আলকাসিমের বলেন, গত ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছিলেন সেই হামলার জন্য ট্রাম্প ও অপর ৩০ জনকে দায়ী মনে করে ইরান। তবে ট্রাম্প ছাড়া অন্য কারও পরিচয় জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাবে ইরান।

তবে ইরানের অনুরোধে ইন্টারপোলের রেড নোটিশ জারির করার সম্ভাবনা খুব কম। কারণ সংস্থাটির নির্দেশিকায় বলা আছে রাজনৈতিক কোনও হস্তক্ষেপ বা কর্মকাণ্ডে ইন্টারপোল জড়িত হতে পারবে না।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি
শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে জারি হচ্ছে রেড নোটিশ
ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি 
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ পাঠানো হবে: চিফ প্রসিকিউটর