ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

পুতিনের ক্ষমতাকাল দীর্ঘ হচ্ছে ২০৩৬ সাল পর্যন্ত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ , ০৯:১৩ পিএম


loading/img
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বর্তমান মেয়াদকাল শেষের পর আরও দুই মেয়াদ তাকে ক্ষমতায় রাখতে সংবিধান সংশোধনের পক্ষে ৭৬ শতাংশের বেশি ভোট পড়েছে বল জরিপের ফলাফল বলছে।

বিজ্ঞাপন

রয়টার্স এর খবরে বলা হয় সংবিধান সংশোধনের ওপর সাত দিন চলা ভোট শেষ হয় গতকাল বুধবার। সর্বশেষ খবরে গণভোটের ঘোষিত আংশিক ফলাফলে দেখা যায়, বিপুল ভোটে অনুমোদন পেতে যাচ্ছেন পুতিন। ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে সংবিধান সংশোধনের পক্ষে।

এবারের এ গণভোটে ভোটারদের ভোটদানে উৎসাহী করতে নেয়া হয় নানা পদক্ষেপ। যেমন র‍্যাফল ড্র,  পুরস্কার হিসেবে ছিল নগদ অর্থ, ফ্ল্যাট ইত্যাদি।

বিজ্ঞাপন

ভোটে সংবিধান সংশোধনের পক্ষে রায় এলে পুতিন তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আরও দুই মেয়াদ অর্থ্যাৎ ২০৩৬ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন।

রাষ্ট্রীয়ভাবে পরিচালিত বুথফেরত জরিপের ফলাফলে দেখা গেছে ভোটারদের দুই-তৃতীয়াংশের বেশি পুতিনের নেয়া পক্ষে সমর্থন জানিয়েছেন।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |