ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

কম ছিল বলেই দাম বাড়ানো হয়েছে গ্যাসের

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:১৭ পিএম


loading/img

আগে গ্যাসের দাম কম ছিল। তাই নতুন করে দাম বাড়িয়েছে সরকার। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞাপন

শুক্রবার সিলেটে সার্কিট হাউসে তিনি এ কথা বলেন।

আবদুল মুহিত বলেন, আগে গ্যাসের দাম কম ছিল। তাই সরকার দাম বড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দু’দফায় দাম বাড়বে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে গ্যাসের দাম অত্যন্ত কম। তাই এ মুল্য বৃদ্ধি। এটি গ্রাহকদের জন্য বেশি কিছু নয়।

এদিকে বিএনপির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, তারা যেখানে ব্যর্থ হয়; সেখানেই ষড়যন্ত্র খুঁজে পায়। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কানাডার ফেডারেল আদালত দলটিকে সন্ত্রাসী সংগঠন বলে রায় দিয়েছে। এটাও তারা সরকারের ষড়যন্ত্র বলছে।

গেলো বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আসছে ১ মার্চ থেকে এক চুলার গ্যাসের দাম হবে ৭শ’ ৫০ টাকা আর দু’চুলার হবে ৮শ টাকা। ৩ মাস পর এক চুলা হবে ৯শ’ আর দু’চুলা হবে ৯শ’ ৫০ টাকা।

বিজ্ঞাপন

এইচটি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |