ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ, দেখে নেয়ার হুমকি চীনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ , ০৫:২২ পিএম


loading/img
ব্যাংকক পোস্ট থেকে নেয়া

টেক্সাসের হিউস্টনে চীনের কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন পদক্ষেপকে ‘রাজনৈতিক উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে বেইজিং। খবর বিবিসির।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীন বুদ্ধিবৃত্তিক সম্পদ ‘চুরি’ করছে, তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এর মাধ্যমে ওয়াশিংটনে চীনের দূতাবাস হত্যার হুমকি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাণিজ্য, করোনাভাইরাস এবং হংকংয়ের বিতর্কিত নিরাপত্তা আইন নিয়ে কয়েক দফায় চীনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মঙ্গলবার অভিযোগ করে যে, করোনাভাইরাস টিকা তৈরি করছে এমন ল্যাবে টার্গেটকারী হ্যাকারদের মদদ দিচ্ছে চীন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানে গুপ্তচরবৃত্তি এবং চুরির অভিযোগ চীনের দুই নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আরও চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ পারেন বলে ‘সম্ভবনা’ রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের কমিউনিস্ট পার্টি ‘শুধু আমেরিকান বুদ্ধিবৃত্তিক সম্পদই বরং ইউরোপিয়ান বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করছে, ফলে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দূতাবাস ছাড়াও দেশটিতে পাঁচটি কনস্যুলেট রয়েছে চীনের। তবে এই পাঁচটির মধ্যে হিউস্টনের কনস্যুলেটকেই কেন বন্ধ করে দেয়া হলো, তা স্পষ্ট নয়।

এদিকে সিরিজ টুইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং কনস্যুলেট বন্ধের এই সিদ্ধান্তকে ‘অবিশ্বাস্যভাবে হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। এই ‘ভুল সিদ্ধান্ত’ পরিবর্তন করতে আহ্বানও জানিয়েছেন তিনি। না হলে চীনও ‘দৃঢ় পাল্টা পদক্ষেপ’ নেবে বলে জানিয়েছেন চুনইং।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |