সিরিয়ায় আসাদপন্থি সংখ্যালঘু গোষ্ঠীর ৩৪০ বেসামরিক সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৮:২৩ পিএম


সিরিয়ায় আসাদপন্থি সংখ্যালঘু গোষ্ঠীর ৩৪০ বেসামরিক সদস্য নিহত
ছবি: সংগৃহীত

সিরিয়ায় ক্ষমতাসীন সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন। দেশটিতে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে ক্ষমতাসীন সরকারের নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সংঘর্ষে গত কয়েক দিনে প্রাণহানির এ ঘটনা ঘটেছে।  

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদন অনুযায়ী, উগ্র ইসলামপন্থী গোষ্ঠী আল কায়েদা সংশ্লিষ্ট হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে পতন ঘটে বাশার আল-আসাদ সরকারের। কিন্তু ক্ষমতা দখলের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি সিরিয়ার নতুন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ার ক্ষমতাসীন সরকারের নিরাপত্তা বাহিনী।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার পশ্চিম উপকূলীয় অঞ্চল ও লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির ৩৪০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা।

অবজারভেটরি বলেছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো করে হত্যা করেছে। এছাড়া তাদের বাড়িঘর এবং সম্পত্তিও লুটপাট করা হয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে প্রাণহানির মোট সংখ্যা ৫৫৩ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ৯২ সদস্য ও বাশার আল-আসাদ সমর্থিত ১২০ জন যোদ্ধাও রয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদন অনুযায়ী, দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলাউইত অধ্যুষিত গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করার পর এ সংঘর্ষের সূত্রপাত হয়। আসাদপন্থিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান এখনও অব্যাহত আছে এবং কিছু কিছু এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission