ঢাকাTuesday, 15 July 2025, 31 Ashaŗh 1432

ইরানের পাল্টা জবাব শুরু, একযোগে ১০০ মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০২:০১ এএম


loading/img
ফাইল ছবি

ইসরায়েলের ভয়াবহ হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন অংশ লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি  মিসাইল ছুড়েছে তেহরান। 

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) মধ্যরাতে এ হামলা চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েল ও রয়টার্সের। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের এ হামলায় পুরো ইসরায়েল জুড়েই এখন সতর্কতামূলক সাইরেন বাজছে।

বিজ্ঞাপন

ইসরায়েলে মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে তেহরানও। দেশটির এক কর্মকর্তা এই হামলাকে ‘বিচূর্ণকারী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, কয়েক মিনিট আগে ইহুদিবাদীদের নৃসংস হামলার প্রতিক্রিয়া জানানো শুরু হয়েছে তাদের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মাধ্যমে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অংশে আঘাত হানতে শুরু করেছে ইতোমধ্যে। তেল আবিব অঞ্চলে কমপক্ষে সাতটি স্থানে বিস্ফোরণ ঘটেছে এরই মধ্যে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানি ক্ষেপণান্ত্রগুলোর আঘাতে বেশ কিছু ভবনের ক্ষতি হয়েছে। ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে তেল আবিবের আকাশে।

বিজ্ঞাপন

tel-anib

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) বলছে, ইরান থেকে আবারও ডজন খানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জনগণকে এখনই আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে আইডিএফ।

এদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে এই হামলা শুরু করেছে তেহরান। যদিও ইসরায়েল বলছে, কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধসে পড়েছে। এর ফলে, ক্ষেপণাস্ত্রের প্রকৃত সংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।

tel

হামলার স্থান বা ছবি প্রকাশ করার ব্যাপারে সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা বলছে, শত্রুপক্ষ এসব ছবি বিশ্লেষণ করে পরবর্তী হামলার দক্ষতা বাড়াতে পারে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এই মুহূর্তে এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আইডিএফ।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |