ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আরও এক পরমাণু বিজ্ঞানী হারালো ইরান!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৫:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি

ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে হামলায় দেশটির আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-সহ একাধিক সূত্র এ খবর প্রকাশ করেছে।

তবে, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কিংবা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, তেহরানে যে ভবনে হামলা চালানো হয়, সেখানে ওই বিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ গবেষণা কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও নিহত বিজ্ঞানীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। 

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। প্রথমদিনের হামলায়ই ইরানি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থবির করে দিতে লক্ষ্যভিত্তিক এ হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল।

পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার সবশেষ এ ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |