ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পের ‘ঢিলেমিতে’ হতাশ নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৭:১০ পিএম


loading/img
ফাইল ছবি

সপ্তাহ পেরিয়ে অষ্টম দিনে এসে পৌঁছেছে ইরান-ইসরায়েল সংঘাত। একে অপরকে লক্ষ্য করে এখনও একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে দুদেশই। ইসরায়েলের অবিরাম হামলায় একদিকে যেমন গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে ইরানের, অন্যদিকে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। তবে, ইরানের কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা নিয়ে যে আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল, তাতে এখন পর্যন্ত সফল হতে পারেনি তারা; উল্টো পুরো বিশ্বকে অবাক করে দিয়ে শত্রুপক্ষের চোখে চোখ রেখে জবাব দিয়ে যাচ্ছে ইরান। 

বিজ্ঞাপন

এরই মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বহরের সামনে নজিরবিহীনভাবে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ অবস্থায় ‘পরম বন্ধু’ যুক্তরাষ্ট্রের মুখ চেয়ে আছে দেশটি। সংঘাতের শুরু থেকেই পূর্ণ সমর্থন এবং পরোক্ষ সহায়তা দিয়ে এলেও সরাসরি সংঘাতে এখন পর্যন্ত জড়ায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি হামলার হুমকি দিয়েছেন বটে, কিন্তু আরও অন্তত দুই সপ্তাহ অপেক্ষার কথাও জানিয়েছেন। অথচ, এত দ্রুত ইসরায়েলের সক্ষমতা কমে আসছে যে, তা ভাঁজ ফেলে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। 

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দূর্বল হয়ে পড়েছে যে, আর এক সপ্তাহ এ সংঘাত অব্যাহত থাকলে প্রায় অকার্যকর হয়ে পড়বে তা। অথচ, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জরানোর আগে আরও কয়েক সপ্তাহ সময় চাইছেন ট্রাম্প। ‘পরম বন্ধু’র এমন ‘ঢিলেমি’ চরমভাবে হতাশ করে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে।

বিজ্ঞাপন

এমনটিই জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি। খবর আল জাজিরার।

লেভি বলেন, বর্তমান বাস্তবতায় দুই সপ্তাহ মানে ‘চিরকাল’। ট্রাম্প যদি সত্যিই অপেক্ষা করেন ও এটা যদি ‘কৌশলগত বিভ্রান্তি’ না হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রতিনিয়তই কমছে।

গিডিয়ন লেভির মতে, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে নিরাপদ হবে না। তিনি বলেন, ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে ও গাজা বা অন্যান্য নিরাপত্তা সমস্যা থেকেই যাবে।

বিজ্ঞাপন

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতায় রাজনৈতিকভাবে নেতানিয়াহুর টিকে থাকার অন্যতম কৌশল হলো—যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। কিন্তু ট্রাম্পের সময় নিতে চাওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |