ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নেতানিয়াহুকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য বিল ক্লিনটনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০৮:৩৭ পিএম


loading/img
সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন, যাতে আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারেন—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

বিজ্ঞাপন

সম্প্রতি ‘দ্য ডেইলি শো’ নামের জনপ্রিয় এক টিভি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।’

চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সংঘাত প্রশমনে ক্লিনটন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, তার অবসান ঘটান।’

তবে ক্লিনটনের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই পুরোপুরি একটি আঞ্চলিক যুদ্ধ চান না। তবুও তারা এমন এক দুঃসাহসিক পথে এগোচ্ছেন, যেখানে প্রধান শিকার হয়ে উঠছে সাধারণ মানুষ।

তার ভাষ্য, ‘আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব—এটা গুরুত্বপূর্ণ। তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী—এটা কোনো সমাধান হতে পারে না।’

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘাত নিরসন ও শান্তিপূর্ণ সমাধান উৎসাহিত করা, বলেও মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ইরান-ইসরাইল সংঘর্ষে সরাসরি জড়ায়নি। তবে তারা ইসরাইলকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহায়তা করছে এবং অস্ত্র সহায়তাও অব্যাহত রেখেছে।

সূত্র: আরব নিউজ

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |