ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পারমাণবিক কর্মসূচি উন্নয়নে ইরানকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:৩৪ পিএম


loading/img
ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে টানা ৯ দিন ধরে চলমান সংঘাতে ইরানের পক্ষে নিজের শক্ত অবস্থান আরও একবার স্পষ্ট করেছে রাশিয়া। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে ইরানকে সব রকম সহায়তা দিতে প্রস্তুত দেশটি। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট জানান, ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করছে রাশিয়া। 

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |