ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইরানে মার্কিন হামলায় ইতিহাসের নতুন অধ্যায় রচিত হয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ১০:২৫ এএম


loading/img
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আজকের নেতৃত্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করেছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মতো সাহসী সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এই হামলা মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ইসরায়েলি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়শই বলি, ‘শক্তির মাধ্যমে শান্তি’। প্রথমে শক্তি আসে, তারপর শান্তি আসে। এবং আজ রাতে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক শক্তির সাথে কাজ করেছে।

বিজ্ঞাপন

এই হামলাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রচেষ্টা হিসেবে ইতিহাসে লেখা থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |