ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

এবার ইসরায়েলি বিমানবন্দরে পাল্টা হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ২২ জুন ২০২৫ , ০২:০৫ পিএম


loading/img
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। সংগৃহীত ছবি

তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরেই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে হামলা চালিয়েছে ইরান। 

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে।

আরও পড়ুন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

বিজ্ঞাপন

ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইরানি হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল। 

ইসরায়েলি সেনাবাহিনীর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |