ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, হলো যে কথা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১০:২৪ এএম


loading/img
ফাইল ছবি

ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, আলাপকালে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়েও আলোচনা হয়েছে ট্রাম্প ও স্টারমারের মধ্যে। মার্কিন এই হামলাকে ইরান থেকে আসা হুমকি কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হওয়া এই ফোনালাপে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘গম্ভীর হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন দুই নেতা।

ডাউনিং স্ট্রিটের বিবৃতির বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে একমত স্টারমারও।

ফোনালাপে দুই নেতাই বলেন, আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছাতে ইরানের যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসা প্রয়োজন। তারা ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |