ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ইরানের পক্ষে দাঁড়িয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০১:০৩ পিএম


loading/img
ফাইল ছবি

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে এবার ইরানের পক্ষে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন উসকানিমূলক এবং সহিংস কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয়। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদন অনুযায়ী, আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইরানে হামলা চালিয়ে তার জনগণকে হত্যা করেছে ইসরায়েল। এ অবস্থায় প্রতিশোধ নেওয়া অনিবার্য হয়ে উঠেছে। আমাদের অবস্থান ন্যায্যতার পক্ষে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, গাজায়ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে এবং এর মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। এখন ইসরায়েল ইরানে আক্রমণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তির জড়িত থাকার ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশ্ন হল, যদি ইরানকে প্রতিক্রিয়া জানাতে না দেওয়া হয়, তাহলে কেন ইসরায়েলকে এমনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে?

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |