ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মার্কিন ঘাঁটিতে হামলার পর কাতারকে যে বার্তা দিল ইরান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১২:০৭ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহার কাছে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) রাতে এক প্রতিবেদনে এই হামলার কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এ হামলার পর পর কাতার কঠোর নিন্দা জানিয়ে বলেছে এটি তাদের ভৌগলিক অখণ্ডতার সুষ্পষ্ট লঙ্ঘন। কাতার হামলার জবাব দেওয়ার অধিকার রাখে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

কাতারের এমন হুঁশিয়ারির পর ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, আল উদেইদ নামে মার্কিন যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে। 

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইরান জানায়, এই হামলা বন্ধু ও ভ্রাতৃপ্রতিম কাতারের জন্য কোনো হুমকি নয়। তাদের নাগরিকদের জন্যও এটি কোনো হুমকি নয়। ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |