ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জার্মানিতে হু হু করে বাড়ছে বাড়ি ভাড়া

ডয়চে ভেলে

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৯:৪৩ এএম


loading/img
বার্লিন শহর। ফাইল ছবি।

জার্মানির আবাসন মন্ত্রণালয়ের বিশ্লেষণে দেখা গেছে, দেশটির বড় শহরগুলোতে বাড়ি ভাড়া ক্রমাগত বাড়ছে। ২০১৫ সাল থেকে এসব শহরে বাড়ি ভাড়া বেড়েছে গড়ে ৫০ ভাগ।

বিজ্ঞাপন

ফেডারেল ইনস্টিটিউট ফর রিসার্চ অন বিল্ডিং, আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড স্পেশাল ডেভেলপমেন্ট বিবিএসআরের তথ্য বলছে, গত ১০ বছরে ১৪টি বড় শহরে বাড়ির বিজ্ঞাপনে ভাড়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্প্রতি জার্মান সংসদে করা একটি প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বেশি ভাড়া বৃদ্ধির রেকর্ড করেছে রাজধানী বার্লিন।

বার্লিনে ভাড়া বেড়েছে ১০৭%। এরপর রয়েছে লাইপজিশ ৬৭.৭% এবং ব্রেমেন ৫৭%। সবচেয়ে কম ভাড়া বেড়েছে ড্রেসডেনে ২৮.৪%।

বিজ্ঞাপন

জার্মানির দক্ষিণাঞ্চলে মিউনিখ শহরে ভাড়ার হার এখনো সবচেয়ে বেশি। প্রতি বর্গমিটারে ভাড়া প্রায় ২২ ইউরো বা ২৫.৩০ মার্কিন ডলার। এরপর বার্লিনে ১৮ ইউরো, আর ফ্রাঙ্কফুর্টে প্রতি বর্গমিটারে প্রায় ১৬ ইউরো ভাড়া।

জার্মানিতে এমন আইন রয়েছে যা ঘনবসতিপূর্ণ অঞ্চলে নতুন ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করে। এইসব অঞ্চলে নতুন চুক্তিতে স্থানীয় গড় ভাড়ার থেকে ১০% বেশি ভাড়া নেওয়া সাধারণত নিষিদ্ধ। তবে সাজানো অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে তা ব্যতিক্রম।

সমস্যা হলো, বাড়ির মালিকদের ওপর সরাসরি সরকারি নজরদারি নেই। ফলে, নিয়ম ভঙ্গ হলে ভাড়াটিয়াদেরই সেটা কর্তৃপক্ষকে জানাতে হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |