বিবাহ বহির্ভূত অর্থাৎ পরকীয়া সম্পর্কের অভিযোগে এক যুগলকে রাতভর বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেঁধে রাখা হয় তাদের। তবে সকালে পুলিশ এসে উদ্ধার করেছে ওই যুগলকে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকায়।
অভিযোগ রয়েছে, ওই যুগলদের খুঁটি থেকে ছাড়ানোর জন্য কেউ বাঁধন খুলে দিতে এগিয়ে আসেনি। তাদের বেঁধে রাখার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। পরে দাসপুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে তাদের। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে জানা গেছে।
-
আরও পড়ুন... আমের কেজি ১৬ টাকা
স্থানীয়দের অভিযোগ, যুবকের সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। ওই মহিলা বিবাহিত। তার আড়াই বছরের একটি সন্তানও রয়েছে। ওই মহিলার শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়। বুধবার তার সন্তান নিয়ে দাসপুরে মহিলার দিদার বাড়ি আসেন। তার দিদা একাই থাকেন বাড়ি। আর ওই যুবক সে রাতেই দাসপুরে মহিলার দিদার বাড়ি আসেন। এই বিষয়টি কয়েকজন দেখতে পান। তাই তাদের বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখার জন্য ব্যবস্থা নেয়া হবে।
এসআর/