ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

স্বর্ণের দাম কমলো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ , ০৯:৫৩ পিএম


loading/img
স্বর্ণের দাম কমলো

গত মে মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় ভারতের বাজারেও দাম বেড়েছিল। ফের বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ঘটনায় ভারতের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। বৃহস্পতিবার (১০ জুন) এমসিএক্স সূচকে ১০ গ্রাম স্বর্ণ ফিউচার্সের দাম ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮,৮৮০ রুপিতে। আর এক কিলোগ্রাম রুপার দাম ০.৭ শতাংশ দাম কমে ৭১,৩৭৫ রুপি।

বিজ্ঞাপন

বিশ্ব বাজারে এক আউন্স স্পট স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৮৫.২১ ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি সংক্রান্ত পরিসংখ্যানের কারণে সতর্কভাবে এগোচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা। যে পরিসংখ্যানের ওপর নির্ভর করবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি।

শক্তিশালী ডলারের কারণে অন্য গ্রহীতাদের কাছে স্বর্ণের চাহিদা কমেছে। একইসঙ্গে রুপার দামও কমেছে। এক আউন্স রুপোর দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,১৪৭.৫৬ ডলার।
সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |