ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শপথ নিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:১৩ পিএম


loading/img

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্ব।  বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি)  এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এনডিটিভির। 

বিজ্ঞাপন

দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।

এতে বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির চতুর্থ এবং অধিষ্ঠিত দ্বিতীয় নারী মন্ত্রী হলেন রেখা গুপ্ত। এ ছাড়া বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং তার পূর্বসূরী আপের অতিশীর পর দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী হলেন তিনি। 

বিজ্ঞাপন

২৭ বছর পর দিল্লিতে বিজেপি আবার ক্ষমতায় এসেছে। দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। নির্বাচন হয়েছিল ৮ ফেব্রুয়ারি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |