হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোয় বরখাস্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৮ এএম


হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোয় বরখাস্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

হোয়াটসঅ্যাপে ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের প্রতি আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দিয়েছেন। অভিযুক্ত এই মন্ত্রীকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই এমপিকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ‘সরকারি পদে যারা আছেন, তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ  এবং যেকোনো মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না।

অন্যদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, ‘অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা’ মন্তব্যের যেকোনো অপরাধের জন্য তিনি দুঃখিত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, আমি প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছি এবং যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যেকোনো উপায়ে তাদের সমর্থন করবো।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী গুয়েনকে পার্টির সদস্য হিসাবে ‘প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে’। তিনি আরও বলেছেন, লেবার পার্টির নিয়ম ও পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা মন্তব্য তদন্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি লেবার পার্টির সদস্য হিসাবে তাদের কাছ থেকে প্রত্যাশিত উচ্চমান লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission