অন্তত ১০ জন নারীকে ওই পিএইচডি-র ছাত্র ধর্ষণ করেছিল বলে অভিযোগ। ডেটিং অ্যাপ থেকে নারীদের খুঁজে বার করতো ওই ছাত্র।
লন্ডনের আদালত জানিয়েছে, ওই ব্যক্তির বয়স ২৮ বছর। লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজে সে পিএইচডি করছিল। ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে বন্ধুত্ব করে সে দেখা করতো। তারপর তাদের পানীয়ে ড্রাগ মিশিয়ে তাদের অচৈতন্য করে ধর্ষণ করতো। ২০২৩ সালের নভেম্বর মাসে এক নারী তার বিরুদ্ধে প্রথম ধর্ষণের অভিযোগ আনে। তার পর দিনই ওই ছাত্র চীনে পালিয়ে যায়। ২০২৪ সালের জানুয়ারি মাসে সে লন্ডনে ফিরে আসে। তখন তাকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রের নাম জেনহাও জউ।
তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রের কাছ থেকে একাধিক জিনিস উদ্ধার করেছে। অন্তত নয়জন নারীকে ধর্ষণ করার দৃশ্য ওই ছাত্র ক্যামেরাবন্দি করে রেখেছিল। পুলিশ তার বাড়ি থেকে সেই ছবি উদ্ধার করেছে। এছাড়াও নারীদের কিছু জিনিস ওই ছাত্র রেখে দিত। ঘটনার স্মৃতি হিসেবে ওই সমস্ত জিনিস সে জমাতো বলে পুলিশ আদালতকে জানিয়েছে। এখনো পর্যন্ত দুইজন নারী সামনে এসেছেন। তারা ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। বাকি নারীদের কথা ভিডিও থেকে জানতে পেরেছে পুলিশ।
প্রত্যেককেই অচৈতন্য করে ধর্ষণ করেছে ওই ছাত্র। ২০১৯ সালে চীন থেকে যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসে ওই ছাত্র।
আদালত জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ধর্ষণ ছাড়াও বেআইনি মাদক রাখা এবং পর্নোগ্রাফির ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। প্রতিটি মামলাতেই সে দোষী প্রমাণিত হয়েছে।
আরটিভি/এএইচ