ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

টাইম ম্যাগাজিনে স্থপতি রফিক আজম

আন্তর্জাতিক, আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৫:২০ পিএম


loading/img
স্থপতি রফিক আজম

বাংলাদেশের প্রখ্যাত স্থপতি রফিক আজম ও তার জলবায়ু সহনশীলতার (ক্লাইমেট রেজিলিয়েন্স) সমাধান বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম।

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর নিউইয়র্কভিত্তিক এই ম্যাগাজিন প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষা মৌসুমে ঢাকা শহরের নিষ্কাশন নালাগুলো উপচে রাস্তা পানিতে ভাসিয়ে দেয়। বেশিরভাগ নগর পরিকল্পনাবিদ ঢাকাকে জলবায়ু সহনশীল করে তোলার সম্ভাবনার ব্যাপারে হতাশ হলেও রফিক আজম হননি।

বিজ্ঞাপন

টাইমে প্রকাশিত প্রতিবেদনে রফিক আজমকে উদ্ধৃত করে আরও বলা হয়, চ্যালেঞ্জ সমস্যা হয়ে দাঁড়ালে সেটা দুঃখজনক। তবে চ্যালেঞ্জকে উদ্ভাবনের সুযোগ হিসেবে দেখলে তা উদযাপনের ব্যাপার হয়ে দাঁড়ায়।

আজম ঢাকার অবহেলিত পার্কগুলোকে নতুন নকশায় সাজিয়ে ছোট ছোট সবুজ মরুদ্যানে পরিণত করতে শুরু করেছেন। যে পার্কগুলোর পানি ধারণ ক্ষমতা এখন দ্বিগুণ। এখন পর্যন্ত রফিক আজম ও তার দল এভাবে ঢাকার ৩১টি পার্ক ও খেলার মাঠ বদলে দিয়েছে। ফলে সড়কে পানি জমে থাকে না।

প্রতিবেদনে রফিক আজম বলেন, এসব এলাকায় বৃষ্টি আর কোনো বিড়ম্বনা নয়। বরং উদযাপনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

টাইম বলছে, জলোচ্ছ্বাস বিশ্বব্যাপী নিচু শহরগুলোর জন্য হুমকি। ঢাকার অভিজ্ঞতা যদি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জের একটি সতর্কতামূলক গল্প হয়, তাহলে এই সমাধান অন্য জায়গাতেও সমানভাবে প্রয়োগ করা যেতে পারে।

এফএ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |