ঢাকাসোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নেতানিয়াহুকে ‘বিবি’ সম্বোধন করে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ১০:০১ এএম


loading/img
ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা একটি ‘ষড়যন্ত্রমূলক তাণ্ডব’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় বন্ধুকে ‘বিবি’ নামে সম্বোধন করে তিনি বলেন, আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকে বাঁচাবে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন মন্তব্য করেন তিনি। 

‘বিবি’ মূলত বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম। প্রিয় বন্ধুকে এ নামেই ডাকেন ট্রাম্প।  

বিজ্ঞাপন

বুধবার নিজের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, আমি এখন শুনলাম, বিবিকে (নেতানিয়াহু) সোমবার আবার আদালতে হাজির হতে বলা হয়েছে। এ বিচার বন্ধ করে দেওয়া উচিত।

তিনি আরও লিখেন, ‘বিবি ও আমি একসঙ্গে নরক পার করেছি। আমরা ইসরায়েলের দীর্ঘদিনের চতুর ও শক্তিশালী শত্রু ইরানের বিরুদ্ধে লড়েছি। সে সময় বিবি ছিলেন দারুণ বুদ্ধিমান ও শক্তিশালী। তার পবিত্র ভূমির প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। আমি মনে করি, এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত।’

ট্রাম্প নিজেও একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

বিজ্ঞাপন

২০১৯ সালে দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এ নেতা এক ধনকুবের হলিউড প্রযোজকের কাছ থেকে লাখ লাখ টাকার সিগার ও মদ নেওয়ার অভিযোগেও অভিযুক্ত। এর বদলে তিনি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরও অভিযোগ আছে, স্বার্থ হাসিলে বিভিন্ন সংবাদমাধ্যম মালিকদেরও বিশেষ সুবিধা দিয়েছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী অবশ্য বারবার এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীদল ও পক্ষপাতদুষ্ট বিচারব্যবস্থা আমাকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে।’

২০২০ সালের মে মাসে বিচার শুরু হয়, তবে গাজা ও লেবাননে যুদ্ধের কারণে নেতানিয়াহুর অনুরোধে এটি বহুবার স্থগিত করা হয়েছে। পরবর্তী শুনানির দিন এখনও জানানো হয়নি।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |