ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরি ডেস্ক

বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ , ১২:১৯ পিএম


loading/img
ইউএস বাংলা

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিস বরাবর আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
পদের নাম : কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)
পদ-সংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৫ দশমিক ২ ইঞ্চি থেকে ৫ দশমিক ৬ ইঞ্চি উচ্চতার অনূর্ধ্ব ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীর বিএমআই ২২ থেকে ২৫ এর মধ্যে থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। একই সঙ্গে এয়ারপোর্টের কাছাকাছি থাকার ব্যবস্থা থাকতে হবে। এ ক্ষেত্রে যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

চাকরির ধরন : পূর্ণকালীন

কর্মস্থল : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা

বেতন : নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিসকালীন বেতন ১৩,০০০/- টাকা। তবে প্রবেশন শেষে ১৪,০০০/- টাকা বেতন দেওয়া হবে। একই সঙ্গে ডিউটি শিডিউল অনুসারে সকালের নাস্তা/ দুপুরের খাবার ও রাতের খাবার দেওয়া হবে। পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

আবেদন পদ্ধতি : প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি নিচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা : এইচ আর ডিপার্টমেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড, সপ্তম তলা, বাসা # ১, রোড # ১, সেক্টর # ১, উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদনের সময়সীমা : প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |