সরকারিভাবে কর্মী নিচ্ছে জর্ডান, মিলবে চিকিৎসা ও বিমানভাড়া

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ০১:১৪ পিএম


চাকরি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে নারী পোশাককর্মী নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নেবে প্রতিষ্ঠানটি। থাকা-খাওয়া ও চিকিৎসা ফ্রি। এছাড়া যাওয়া-আসার বিমানভাড়া বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেশিন অপারেটর পদে ক্ল্যাসিক ফ্যাশন কোম্পানিতে ৩০০ নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। জর্ডানসহ বিদেশ ফেরত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে যারা গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ সনদধারী, সেসব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক মূল বেতন হবে ২১ হাজার ১২৫ টাকা।

বিজ্ঞাপন

চাকরির শর্ত: চাকরির চুক্তি তিন বছর; তবে নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন। নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ বহন করবে। চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবে। যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। এছাড়া অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ: নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি, জীবন বীমা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ যাবতীয় সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।

সাক্ষাৎকারের সময় যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে: চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।

বিজ্ঞাপন

সাক্ষাৎকারের স্থান ও তারিখ: আগ্রহী প্রার্থীকে আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় সাক্ষাৎকার দেওয়ার জন্য বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকায় সশরীরে হাজির থাকতে হবে। এছাড়া এ ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission