• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু

আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০১
শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু
ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কার্যক্রমের অংশ হিসেবে এরই মধ্যে স্কুল-কলেজের ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

রোববার (২২ সেপ্টেম্বর) থেকে অনলাইনে এ ই-রেজিস্ট্রেশন করতে পারছেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিন এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) মুহাম্মদ নুরে জীলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের জন্য এনটিআরসিএ কর্তৃক ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন’ নামক সেবাবক্সে ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেন্যুতে দেওয়া আছে। নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদের তথ্য এনটিআরসিএতে পাঠানোর সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
প্রাণ গ্রুপে বিশাল নিয়োগ, নেবে ৩০০ জন
মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষককে জুতাপেটা