• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

নতুন পদ্ধতিতে এনটিআরসিএ সনদ যাচাইয়ের সিদ্ধান্ত

আরটিভি নিউজ

  ০৪ অক্টোবর ২০২৪, ১৯:১৬
নতুন পদ্ধতিতে এনটিআরসিএ সনদ যাচাইয়ের সিদ্ধান্ত
ফাইল ছবি

নতুন পদ্ধতিতে সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনটিআরসিএর দেওয়া প্রত্যয়নপত্র বা সনদ এখন সহজেই যাচাই করা যাবে। এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা লিংকের মাধ্যমে যে কেউ সনদের সত্যতা যাচাই করতে পারবেন। লিংকটি দেবে টেলিটক।

সম্প্রতি এনটিআরসিএর ১০১তম নির্বাহী বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেলিটকের দেওয়া লিংকে গিয়ে প্রার্থীরা নিজেরাই দেখতে পারবেন তাদের সনদ।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২০০৫ সালে চালু হওয়া পদ্ধতি অনুসারে, নিবন্ধিত প্রার্থীদের দেওয়া সনদ যাচাই করতে হতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকেই।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Radhuni
  • চাকরি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন খবর দিলেন সামিরা খান মাহি
২ মন্ত্রণালয়ে নতুন সচিব, একজনকে ওএসডি
ব্যাংক নোটে নতুন নকশা, বাদ যেতে পারে বঙ্গবন্ধুর ছবি
ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি: জাপানের নতুন প্রধানমন্ত্রী