দেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে সামরিক ও আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতা নিচে উল্লেখ করা হলো-
সিকিউরিটি সুপারভাইজার
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। সর্বোচ্চ ৫০ বছর।
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। সর্বোচ্চ ৪৫ বছর।
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। সর্বোচ্চ ৪০ বছর।
• শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (সকল ক্ষেত্রে)
• ন্যুনতম উচ্চতা: ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
• বিএমআই: ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
• শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।
• প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচায়পত্র থাকতে হবে।
• চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না।
• প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।
• বাহিনীর চাকরী থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।
কাজের দায়িত্বসমূহ
এয়ারলাইন্স এর সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।
বেতন ও সুযোগ-সুবিধা
• মাসিক বেতন: সিকিউরিটি সুপারভাইজার ৩০,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩,০০০ টাকা, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০ টাকা।
• চিকিৎসা বীমা, সাপ্তাহিক ২দিন ছুটি
• বার্ষিক বেতন পর্যালোচনা
• উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
• ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।
কর্মক্ষেত্র
• বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর
চাকরির ধরণ
• ফুল টাইম
যোগ্য প্রার্থীদের নিচের লিংকে গিয়ে আবেদন করতে হবে-
সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক: https://shorturl.at/678HN
আসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবদেনের লিংক: https://shorturl.at/4bhCi
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক: https://shorturl.at/HUXmy
নোট:
• হার্ডকপি সিভি গ্রহণ করা হবে না
• ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। যেকোনো ধরনের সুপারিশ/ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
আরটিভি/ ডিসিএনই