ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

১০ বিভাগে ১৬ শিক্ষক নেবে মাভাবিপ্রবি, আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০টি বিভাগে ১৬ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে।

বিজ্ঞাপন

বিভাগ, পদের নাম ও সংখ্যা:

অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি
অধ্যাপক: ১টি
প্রভাষক: ১টি

বিজ্ঞাপন

ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি
সহযোগী অধ্যাপক: ১টি
প্রভাষক: ১টি

প্যাথোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি
প্রভাষক: ১টি

মাইক্রোবায়োলজি
প্রভাষক: ১টি

বিজ্ঞাপন

মেডিসিন অ্যান্ড সার্জারি
সহকারী অধ্যাপক: ১টি
প্রভাষক: ১টি

অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রেশন
প্রভাষক: ১টি

জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং
প্রভাষক: ১টি

ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স
সহকারী অধ্যাপক: ১টি

অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্স
সহকারী অধ্যাপক: ১টি

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
অধ্যাপক: ১টি
সহযোগী অধ্যাপক: ১টি
সহকারী অধ্যাপক: ১টি
প্রভাষক: ১টি

বেতন স্কেল:

  • অধ্যাপক: ৫৬,৫০০ - ৭৪,৪০০ টাকা
  • সহযোগী অধ্যাপক: ৫০,০০০ - ৭১,২০০ টাকা
  • সহকারী অধ্যাপক: ৩৫,৫০০ - ৬৭,০১০ টাকা
  • প্রভাষক: ২২,০০০ - ৫৩,০৬০ টাকা

আবেদনের শর্ত
প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৩.৫০ সহ ৪.০০ এর মধ্যে প্রাপ্ত ফলাফল থাকতে হবে।

আবেদন পদ্ধতি
আবেদনপত্রের নির্ধারিত ফরম আপনি ব্যক্তিগতভাবে সংগ্রহ করতে পারেন অথবা www.mbstu.ac.bd ওয়েবসাইট থেকে অথবা ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করতে হবে। আবেদন অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি
‘ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’ এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা, সন্তোষ, টাঙ্গাইল বরাবর আবেদন ফি বাবদ ৮০০ টাকা পরিশোধ করতে হবে। এই ফি সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) হিসেবে প্রদান করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রগুলো অবশ্যই জমা দিতে হবে:

  • প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি
  • মার্কশিট/ট্রান্সক্রিপ্ট
  • সার্টিফিকেট
  • গবেষণামূলক প্রকাশনার কপি
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • জাতীয় পরিচয়পত্র
  • চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি

আবেদনের ঠিকানা:
রেজিস্টার,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সন্তোষ, টাঙ্গাইল-১৯০২

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ, ২০২৫

আরটিভি: জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |