বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-বি ব্যাচে নাবিক ও এমওডিসি (নৌ) পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ১২ এপ্রিল ২০২৫ (শনিবার) তারিখের মধ্যে।
বিজ্ঞাপন
নিয়োগসংখ্যা ও পদভিত্তিক বিভাজন:
- ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): ২৮৫ জন
- প্যাট্রোলম্যান: ১২ জন
- রাইটার: ১৮ জন
- স্টোর: ১৮ জন
- মেডিকেল: ১০ জন
- কুক: ২৫ জন
- স্টুয়ার্ড: ১৩ জন
- টোপাস: ১৩ জন
- এমওডিসি (নৌ): ৭ জন
যোগ্যতা:
- ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান, ন্যূনতম জিপিএ ৩.৫০
- প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর, এমওডিসি (নৌ): যেকোনো বিভাগ, এসএসসি বা সমমান, জিপিএ ৩.০০
- মেডিকেল: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, জিপিএ ৩.৫০
- কুক ও স্টুয়ার্ড: যেকোনো বিভাগ, এসএসসি, জিপিএ ২.৫০
- টোপাস: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস
শারীরিক যোগ্যতা:
বিজ্ঞাপন
- সিম্যান ও এমওডিসি (নৌ): উচ্চতা ৫’৬’’
- প্যাট্রোলম্যান: উচ্চতা ৫’৮’’
- অন্যান্য পদ: উচ্চতা ৫’৪’’
- বুকের মাপ: সাধারণ অবস্থায় ৩০-৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় +২ ইঞ্চি
- চোখের দৃষ্টি: ৬/৬
- সাঁতার জানা আবশ্যক
বয়সসীমা (১ জুলাই ২০২৫ অনুযায়ী):
- নাবিক পদ: ১৭-২০ বছর
- এমওডিসি (নৌ): ১৭-২২ বছর
আবেদনযোগ্যতা:
- শুধুমাত্র অবিবাহিত, বাংলাদেশি পুরুষ নাগরিক
- গ্রেপ্তার/বিচারাধীন/সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/দ্বৈত নাগরিক হলে অযোগ্য
আবেদন প্রক্রিয়া:
- নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে Sailor Section > Apply Now এ ক্লিক করুন
- প্রাক্-যোগ্যতা যাচাইয়ের পর আবেদন ফর্ম পূরণ করুন
- ফি: ৩০০ টাকা (ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং)
- আবেদনপত্র সাবমিট করে 'নাবিক-১' ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করুন
বাছাই প্রক্রিয়া:
- নির্ধারিত কেন্দ্রে সব সনদ ও আবেদনপত্রসহ উপস্থিত হয়ে প্রাথমিক বাছাই
- প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত পরীক্ষা: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক ও মেডিকেল পরীক্ষা
সুবিধাসমূহ:
- সরকারি নিয়ম অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা
- ফ্রি পোশাক, খাওয়া-দাওয়া, চিকিৎসা
- পারিবারিক রেশন, অবসরকালীন সুবিধা
- পদোন্নতির সুযোগ (নন-কমিশন্ড থেকে কমিশন্ড পদ পর্যন্ত)
- জাতিসংঘ মিশন, বিদেশ সফর, দূতাবাসে চাকরির সুযোগ
- উন্নত চিকিৎসা ও বিমার সুবিধা
যোগাযোগ:
পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩
ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, এক্সটেনশন: ২২১৫
মোবাইল: ০১৭৬৯-৭০২২১৫
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫ (শনিবার)
আরটিভি/জেএম