৪৪তম বিসিএসের ২২২ জনের মৌখিক পরীক্ষা স্থগিত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৫:৩৬ পিএম


৪৪তম বিসিএসের দুইশ জনের মৌখিক পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

চলমান ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ২২২ জন প্রার্থীর পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ইমেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

এ পরীক্ষার প্রার্থীদের মধ্যে অনেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থী। তারা আগে লিখিত পরীক্ষায় অংশ নিতে চান।

এ জন্য তাদের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখার আবেদন করেন ২২২ জন চাকরিপ্রার্থী। এসব চাকরিপ্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র তাদের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে পিএসসি।

বিজ্ঞাপন

স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পিএসসি।

বিজ্ঞাপন

এদিকে, ৮ মে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে একযোগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা দিচ্ছেন। ফলে তারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি নিয়ে তারা টানা আন্দোলনও করেছেন প্রার্থীরা।

যাদের মৌখিক পরীক্ষা স্থগিত হয়েছে জানতে ক্লিক করুন।

আরটিভি/এএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission