লক্ষাধিক শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে, জানা গেল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৪:৫৮ পিএম


লক্ষাধিক শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে, জানা গেল
ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আসন্ন জুনের দ্বিতীয় সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞাপন

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকতা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, ইতোমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

বিজ্ঞাপন

কর্মকর্তারা আরও বলেন, এমন আরও কিছু কার্যক্রম রয়েছে সেগুলো শেষ হওয়ার পর সবকিছু ঠিক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসেবে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইনডেক্সধারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম শেষ হওয়ার পর ১৭তম নিবন্ধনের ইনডেক্সধারীদের রোল ব্লক করা হবে। সব ঠিক থাকলে জুন মাসেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন, আর কারা পারবেন সে বিষয়ে আগামী রোববার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ের এই বৈঠকের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে এক লাখ এক হাজার ১৪২টি এমপিওভুক্ত শূন্য পদের তথ্য রয়েছে। তবে এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিছু বিষয় পরিবর্তন আনা হয়েছে। সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ সালে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো, আর সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেত। 

কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। ২০১৫ সাল থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission