বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় জনবল নিয়োগ দেয়া হচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ওয়েবসাইটের বিজ্ঞপ্তি (http://www.bof.gov.bd/) থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৬পদে ৮৭ জনকে চাকরির সুযোগ দিবে। যোগ্যতা থাকলে আবেদন করুন আপনিও।
সিনিয়র সহকারী পদে দুইজন, গেইট ইন্সপেক্টর একজন, স্টোনো টাইপিস্ট কাম পিএ দুইজন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বার জন, ড্রাইভার ছয় জন, গোডাউন কিপার চার জন, টেকনিক্যাল হেলপার ১৭ জন,জুনিয়র টেকনিশিয়ান ২৩ জন,লেবার তিন জন,ক্লিনার পদে দুইজনসহ বিভিন্ন পদে ৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০। আর মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য বয়সসীমা হচ্ছে ৩২। প্রার্থীরা অনলাইনে bof.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন :
- ৫৬ কর্মকর্তা নিয়োগ দিবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- ৩ পদে ১৫ জন নিয়োগ দিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
জেএম/পি