ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অর্থ পাচার নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার বৈঠক

আরটিভি নিউজ

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ , ০৯:০০ পিএম


loading/img
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন তা জানতে সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল।

বিজ্ঞাপন

বিদেশে পাচার হওয়া অর্থ তথ্য চেয়ে হাইকোর্টের আদেশের জবাব তৈরি করতে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা ইতোমধ্যে কোনও পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা এর আপডেট বৈঠকে তুলে ধরা হয় বলে বৈঠকে থাকা এক কর্মকর্তা বলেন।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) অ্যাটর্নি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিনানসিয়াল ইন্টিলিজেন্স ইউনিট ও এনবিআরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ২২ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চের এক আদেশে অর্থ পাচারকারীদের তথ্য চান। আগামী ১৭ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে পররাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেয়।

বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এখানে সংস্থাগুলোর বক্তব্য পেয়েছি, আমরা এটা এফিডেভিট করে আদালতে জানাবো, অন্য কিছু না। আমরা শুধুমাত্র তাদের বক্তব্য শুনেছি।তথ্য যা আছে সেটাই দেওয়া হবে। সবাই আদালতের আদেশ মোতাবেক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা সবাই আদালতে জবাব দিবেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অর্থ পাচারের বিষয়ে সরকারি সংস্থাগুলো কি ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে বৈঠক করা হয়েছে। অর্থ পাচারের সার্বিক বিষয়ে দুদকের সর্বশেষ ১৭ ডিসেম্বরের (বৃহস্পতিবার) মধ্যে আদালতের আদেশ মতো দাখিল করতে পারবো। সেজন্য কাগজ রেডি করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিএফআইইউসহ সবাই একই কথা বলেছে।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |