ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ব্যারিস্টার ফখরুলের জামিনে বাধা নেই

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ , ১১:৫৯ এএম


loading/img

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় অভিযুক্ত ব্যারিস্টার ফখরুলের জামিনে বাধা নেই। জানালেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার ফখরুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন। রাষ্ট্রপক্ষে অ্যাটার্নি জেনারেল মাহবুবে আলম।

বিজ্ঞাপন

জয়নুল আবেদিন বলেন, রায় ফাঁসের মামলায় ব্যারিস্টার ফখরুলকে ১০ বছরের সাজা দেন বিচারিক আদালত। পরে হাইকোর্ট তাকে ১ বছরের জামিন দিলে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদন বাতিল করে ব্যারিস্টার ফখরুলের ১ বছরের জামিন দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ফলে এখন আর তার কারামুক্তিতে বাধা নেই।

এর আগে গেলো ৪ এপ্রিল ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১ বছরের জামিন দেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |