ঢাকাবুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ , ০১:৩৩ পিএম


loading/img

দিনাজপুরের গোপালগঞ্জ এলাকায় অটোরাইসমিলে বয়লার বিস্ফোরণে আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। দগ্ধ আরো ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।    

বিজ্ঞাপন

নিহতর হলেন রঞ্জিনা খাতুন (৫০), মোকসেদ (৫২) ও আরিফুল।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ মোড় শেখহাটি নামক স্থানে মেসার্স যমুনা অটো রাইস মিলে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে  ৩০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে রঞ্জিনা খাতুন নামে এক নারী শ্রমিক মারা যান। পরে বুধবার রাতে মোকসেদ ও বৃহস্পতিবার সকালে আরিফুল নামে দুই শ্রমিক মারা যান।

বিজ্ঞাপন

এছাড়া আহত বাকি শ্রমিকদের অবস্থাও গুরুতর। তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফুল ইসলাম বাংলা জানান, হাসপাতালে ভর্তি শ্রমিকদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

এদিকে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, বয়লার বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
Advertisement

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |