ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জাপানি দুই শিশুর দায়িত্ব নিয়ে রায় ১৪ নভেম্বর

আরটিভি নিউজ

রোববার, ৩১ অক্টোবর ২০২১ , ০৮:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

জাপানি দুই শিশুর দায়িত্ব মা ডা. এরিকো নাকানো নাকি বাবা ইমরান শরীফ পাবেন, সে বিষয়ে রায়ের জন্য আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। 

বিজ্ঞাপন

রোববার (৩১ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে শিশুদের বাবার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। শিশুদের মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 

বিজ্ঞাপন

এর আগে ডা. এরিকো নাকানো দুই মেয়েকে হাইকোর্টে হাজির করাতে রিট করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে দুই মেয়েকে হাজির করা হয়। এখন গুলশানের একটি ভাড়া বাসায় দিন-রাত হিসাব করে এরিকো ও ইমরান শরীফ মেয়েদের দেখাশোনা করছেন। এই সময়ে ওই ফ্ল্যাটের ভাড়া তাদের সমানভাবে বহন করতে হবে।  

জাপানি শিশুরা আগামী ১৪ নভেম্বর অর্থাৎ রায় না হওয়া পর্যন্ত গুলশানের ওই ফ্ল্যাটে থাকবে।

গত ২৩ আগস্ট দুই জাপানি শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। এ সময়ে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালত ওইদিন উভয়পক্ষের আইনজীবীদের ৩১ আগস্টের মধ্যে বিষয়টি সমাধান করতে ভূমিকা রাখতে বলেছিলেন। তবে সোমবার (৩০ আগস্ট) রাত পর্যন্ত আইনজীবীদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করেও দুই পক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি।

এনএইচ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |