রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিম্ন আদালতে ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ।
সোমবার (২১ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পর নিম্ন আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর নিম্ন আদালতের নিরাপত্তায় নতুন করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যেহেতু এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য আদালত, বার কাউন্সিল ও পুলিশসহ আমরা সবাই বসে নতুন নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করব। মঙ্গলবার (২২ নভেম্বর) এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।