ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মুক্তিযোদ্ধা ফারুক হত্যার আরো ২ আসামি জেলহাজতে

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬ , ০১:৩১ পিএম


loading/img

আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযুক্ত আরো দু’আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। শনিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন সাংসদ আমানুর রহমান খান রানার ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান জানান, এ মামলার দু’আসামি টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক আবুল মনসুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার এ মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।  এ ঘটনার তিনদিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।  গোয়েন্দা পুলিশের তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর ও তার তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। গেল ফেব্রুয়ারির ৩ তারিখ এই ৪ ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এমকে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |