ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ভাই

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০২:৫২ পিএম


loading/img
ফাইল ছবি

স্ত্রী কানিজ ফাতেমাসহ দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।

এদিন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা এ মামলার দায় হতে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীমকে নোটিশ দেয় দুদক। কিন্তু সেই নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |