ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ঝটিকা মিছিলের দায়ে গ্রেপ্তার মুরাদসহ দুই আ.লীগ নেতা চারদিনের রিমান্ডে

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৭:০০ পিএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর পল্টনে ঝটিকা মিছিলের দায়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রিমান্ডের এ আদেশ দেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজুল হক সুমন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ এপ্রিল সকাল ৭টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহীদ আবরার হোসেন অ্যাভিনিউ পূর্ব পাশে রাস্তায় আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে ঝটিকা মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করেন। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে তারা সমবেত হন। সরকার-বিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিলেন আসামিরা। কিন্তু, পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানায় মামলা করে পুলিশ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |