ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে নতুন দুই বেঞ্চ

আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ১০:৩০ এএম


loading/img
সুপ্রিম কোর্ট

আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা আপিল বিভাগের কার্যতালিকায় এ বেঞ্চ দুটির তথ্য তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায়, প্রধান বিচারপতির এজলাসে প্রথম বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

বিজ্ঞাপন

দুই নম্বর বেঞ্চে রয়েছেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এর আগে ২৪ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |