রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় আজ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ১০:২১ এএম


রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় আজ
২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার দৃশ্য

রাজধানীর রমনা বটমূলে ২০০১ সালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ৮ মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ঘোষণা করেন।
 
ওইদিন আদালত জানান, রায় পড়া শেষ হবে মঙ্গলবার (১৩ মে)। ওইদিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা, তা জানা যাবে।

বিজ্ঞাপন

সেদিন আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির ও এস এম শাজাহান।
 
এর আগে, ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।
 
প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন ও আহত হন অনেকে।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission